June 09, 2023 - BY Admin

সমাজের অতীত বর্তমান ও ভবিষ্যৎ

রাত্রে স্বামী তুরীয়ানন্দজীর জীবনী পাঠের পর মহারাজের  রুমে গেলাম। এরপর কথোপকথন চলল নিম্নরূপে-

      আমি:- যে সব প্রতিষ্ঠানে নিয়মের ওপরে খুব কড়াকড়ি সেখানে কেউ যদি কিছু নিয়ম না মানে এবং তাকে যদি জিজ্ঞেস করা হয় যে কেন নিয়ম মানেনি ? ধরুন, তখন সে উত্তর দিল 'এমনি', 'ইচ্ছা হয়নি তাই ' ইত্যাদি।

       মহারাজ:- অফিসে ডাকা হবে এবং সঙ্গে সঙ্গে মহাবাক্য শোনানো হবে -- চলে যাও। পরে আসবে আবার।হয়তো দেখবে কোন এক ব্যক্তি তোমারই ব্যাগ-পত্র গুছিয়ে তোমার পিছনে উপস্থিত।

         আমি:- এতটাই কড়া নিয়ম ? 

        মহারাজ:- হ্যাঁ! আর একটা জিনিস লক্ষ্য করবে এরকম যুগই আসতে চলছে। সবাই বলছে -- আমাকে আমার মত থাকতে দাও। সবাই চাইছে Independent হতে, ভালো কথা কিন্তু স্বাধীনতার নামে যা খুশি করবো তা তো হতে পারে না। কেউ বললো অমুককে 'আমি খুন করেছি'। কেন ? উত্তর আসবে "এমনি"।

আমার দেখা দু- একজনের same attitude.তাই, সেই প্রেক্ষিতে আমি বললাম তাহলে একটাই উপায় এজাতীয় মানুষদের সাথে যাই ঘটুক না কেন চুপচাপ শুধু দেখে যেতে হয়! 


মহারাজ:- এখন হাতে হাতে YouTube, ফলে যে কোন শাস্ত্র এখন Available. সবাই মহাবাক্য মুখস্থ করে 'অহং ব্রহ্মাস্মি' বলে বেড়াবে। সবাই পন্ডিত হয়ে যাবে এবং Independent হতে চাইবে। কিন্তু জীবনে সৃজনাত্মক কোন implement থাকবে না হয়তো।এই রকম জ্ঞানীরা যখন স্বাধীনতা চাইবে তখন বুঝতেই পারছো নানারকম অকাজ- কুকাজ করে  বলবে "ঈশ্বর করাচ্ছেন", "সবই তাঁর ইচ্ছা"এবং শাস্ত্রের reference দেবে।আর এ আজ নয়,বহুকাল ধরে চলেছে।আজকের এটা শুধু প্রকট তথ্য।এর জন্য দায়ী আমাদের তথাকথিত ধর্মগুরু বা প্রচারকেরাই। এতদিন ধরে ধর্মশাস্ত্রগুলিকে manipulate করে জনসাধারণকে ভুল বুঝিয়ে ফায়দা লুটেছে তারই পরিণতি এইসব।মানুষকে জীবনমুখী না করে,প্রেমপূর্ণ না হয়ে,লোভ-ভয়ে চলাতে চেয়েছে। অন্যদিকে আবার একদল আছে যারা দেখবে উঠতে বসতে আমার কাছে বলে, "আপনাকে তো সব সঁপে দিয়েছি, আপনিই সব, আপনি যা বলেবেন তাই হবে" ইত্যাদি (এই বলে তিনি দুইজন স্বেচ্ছাসেবক এবং এক দুর্গাপুর নিবাসী ব্যক্তির উদাহরণ দিলেন)। তারপর যেই বলবো,"এখন এটা করো"। সাথে সাথে বলবে এটা পারবো না বাকি সব হয়ে যাবে। তুমি তো দেখেছো আমি যা কিছু করতে বলি তার বেশিরভাগ কাজেই বলছে 'এটা নয়, বাকিগুলো '। "যেন পূর্ণভাবে  সঁপে দিয়েছে যে যাই বলুক তাই করবো না।"এক্ষেত্রে এখনো তার মধ্যে সমর্পণের বোধ জাগেনি।শিষ্যত্ব ঘটেনি।তাই,শব্দে ভুলি না।



শেষে বললেন-- তোমরা তো এখন অনেক বাঁচবে, Be ready. ভবিষ্যতে এইসব public-দেরই বেশি পরিমাণে deal করতে হবে তোমাদের। অপরিপক্ব ব্যক্তির হাতে যখন ভালো কিছু পড়ে তখন তার এইভাবেই অপমান হয়।


আমি: শাস্ত্রের কথাগুলি যেন Atom Bomb, মানুষের ওপর নির্ভর করছে সে নিজের উন্নতিতে লাগাবে নাকি মানুষ মারতেই কাজে লাগবে।তবে,উপায়?


মহারাজঃ দেখো,দোষ-ত্রুটি থাকবেই।আমরা যেন তাদের আন্তরিক চৈতন্যকেই দেখি।বড় প্রেম,প্রজ্ঞা দিয়ে,conceptless ভাবে তাদের dealকরতে হবে।কোন উপাধি শক্ত করে দাগিয়ে দিলে,তা আরো দৃঢ় হয়।ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে।আর শুধু নিয়মের ভয় বা যা ইচ্ছা তাই- এ দুয়ের সন্তুলনে আসার পথ বের করতে হবে।