January 27, 2022 - BY Admin

সমাজ সংস্কার (অন্তিম ভাগ)

সমাজ সংস্কার (অন্তিম ভাগ)


স্থান: অদ্বৈত জ্ঞানপীঠ আশ্রম

তারিখ: ২২.০১.২০২২, শনিবার


দুই প্রৌঢ়ের মধ্যে দ্বিতীয় জন (যিনি এতক্ষণ চুপ করে বসে সব শুনছিলেন), নিস্তব্ধতা ভেঙ্গে বললেন, আরেকটি বিষয় মহারাজ। উনি "স্বামীজীর ‘জীবে দয়া করে যেই জন,সেইজন সেবিছে ঈশ্বর"এর আদর্শে বিশ্বাসী.. এতদিন তাই, ছোট ছোট ছেলে মেয়েদের জন্য যে আশ্রম উনি তৈরি করেছেন, সেখানে তাদের পড়াশোনা এবং নৈতিক আচার বিচারের প্রশিক্ষণ দেওয়া হতো।

 কিন্তু কিছুদিন যাবৎ ওনার মনে হচ্ছে, এই আশ্রমে নিত্য পূজা পাঠের ব্যবস্থা করা প্রয়োজন।

 আমরা এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। বিষয়টি করা কি ঠিক হবে? নাকি আগে যেভাবে সব চলছিলো, এখনো সেভাবেই আমরা চলবো..


মহারাজ:- দেখুন আমি আবারো বলছি, ঠিক বা ভুল বলে সেইভাবে কিছু হয়না! ঠিক বা ভুল নির্ভর করে একমাত্র ব্যক্তির উপর, ব্যক্তির বোধের উপর। শুধু নিরপেক্ষভাবে নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি যা করছেন তা বুঝে করছেন তো?


আপনি যতটা গভীরে গিয়ে বুঝতে পারবেন, ঠিক ততটা গভীরতা থেকেই আপনি কাজ করতে পারবেন, সিদ্ধান্ত নিতে পারবেন। স্বামীজি বলেছেন ‘শিব জ্ঞানে জীব সেবা’... এবার আমাদের দেখতে হবে যে, 'শিব'; 'জীব'-এই ব্যাপারগুলি সম্পর্কে আমরা ঠিক ঠিক বুঝেছি তো?


 একে কিভাবে জীবনে implement (বাস্তবায়িত) করা যায় সে ব্যাপারে আমরা সচেতন তো??

নাকি শুধু মাত্র বইয়ের পাতার সাথে আমরা আমাদের কাজকে মেলাচ্ছি??


দেখুন সময় কিন্তু পাল্টায়.. ২০২১-এর পরিস্থিতির সাথে ২০২৩-এর পরিস্থিতির খুব সম্ভব, যে কোন মিল থাকবে না! সেদিন হয়তো স্বামীজীর এই quotation (উদ্ধৃতি) কোনো কাজে লাগলো না! 

সেই সময়ে সিদ্ধান্ত নিতে যা কাজে লাগবে, তা হলো আপনার বোধ।


মন্দির তৈরি করা, আশ্রম বানানো ইত্যাদি করা যেতেই পারে। কিন্তু তার সাথে এটাও মাথায় রাখতে হবে যে, ভারতে মন্দিরের কিন্তু কোন অভাব নেই! কিন্তু তাতে হচ্ছেটা কি! 


সত্যিই যদি কিছু জীবন তৈরি করতে চান, তবে এ বিষয়ে সদা সতর্ক হতে হবে যাতে, যেই ভুলগুলো নিজের জীবনে ঘটেছে, সেই একই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই একই ভুলের পুনরাবৃত্তি তারা যেনো না করে। নয়তো বলুন না, আজকের দিনে এন.জি.ও, আশ্রমের অভাব কোথায়? এমন আশ্রম তো বহু আছে।


এই আশ্রমে যাঁরা আসেন, তাঁরা যদি উপনিষদের এই ক্লাস থেকে বেরিয়েই নিজেদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক পাতাতে শুরু করেন, তবে আপনার কি মনে হয়! এই আশ্রমে এসে সত্যি সত্যিই তাঁদের কোনো উপকার হবে?আশ্রমে আসা বা না আসা, ঠিক বা ভুল হতে পারে না! ঠিক-ভুল depend (নির্ভর) করে ব্যক্তির উপর।


 আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে, আপনি কি করছেন তার ওপর, আর এই কাজ করে যেতে হবে জীবনের শেষ দিন অব্দি।


শুধুমাত্র কোন একটি নির্দিষ্ট উক্তি, কাউকে তার জীবনে এগিয়ে দিতে পারেনা। ব্যক্তিকে এগিয়ে দিতে পারে ব্যক্তির স্বতন্ত্র বোধ। 


দেখুন অনেক বড় দায়িত্ব নিয়ে ফেলেছেন.. এতে কখনো মন ভাঙবে, ভেতরে ভেতরে পুড়তে হবে, অনেক কিছুই হবে..


উপর থেকে দেখে তো মনে হচ্ছে, অত্যন্ত ভালো উদ্যোগ!

কিন্তু আজ এর বিষয়ে কিছুই বলা যাবে না। আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি এবং চাপের সাথে লড়াই করে কতটা ঠিক ঠিক সিদ্ধান্ত আপনি নিতে পেরেছেন, পারছেন এবং আগামী দিনেও পারবেন--- তার ওপরে দাঁড়িয়ে বিচার হবে যে, আপনি ব্যক্তিটি কতটা ঠিক। আপনি যা বলছেন তা কতটা সঠিক ছিল।


একটা কথা শুধু বলতে পারি, কোন ব্যক্তিকে শুধুমাত্র তার কর্ম দিয়ে judge (বিচার)করবেন না।

 তার জ্ঞান দিয়ে, তার স্থিতি দিয়ে তাকে চিনুন। দেখুন, ব্যক্তিটি কি হয়ে কাজ করছে..


 গলাকাটতেও গলা জড়াতে হয়, ভালোবাসতেও গলা জড়াতে হয়। তাই কখনোই প্রেমের criteria (মানদন্ড) গলা জড়ানো হতে পারে না।


 সব সময় সচেতন থাকুন, সচেতন হয়ে কাজ করুন, সিদ্ধান্ত নিন এবং আরও এগিয়ে যান...