সকালে বাগানের কাজ সেরে মোটামুটি ১০ টা নাগাদ টিফিন খেতে এলাম। সামনে মোবাইলে একটা পুরাণো দিনের সিনেমার হিন্দি গান চলছে। রিমিক্স করা হয়েছে।মহারাজের গানের ভাবটি পছন্দের।তাতে স্ক্রিনে দেখাচ্ছে এক প্রেমিক-প্রেমিকা যুগল ঘনিষ্ঠ হয়ে হাতে হাত দিয়ে পাহাড়ের এক মনোরম স্থানে বসে রয়েছে। দুজনের মুখেই এক fulfillment -এর ভাব।প্রেমিকাটি দীর্ঘ নি:শ্বাস ফেলছে। দেখি মহারাজ কখন সামনে এসে হাজির হয়েছেন।
তৎক্ষণাৎ তা দেখে বললেন - " এই যে নিঃশ্বাস, এটা তৃপ্তির নিঃশ্বাস,ঐ মুহূর্তে নিজেকে ভুলে মেয়েটি পূর্ণতায় ভর্তি হয়ে রয়েছে। এখন এই যা পরিস্থিতি, এই স্থিতিতেই একজন জীবনদ্রষ্টা পুরুষ প্রতি মুহূর্ত কাটান। একটা হালকা, আলতো ভাব। না উগ্র না মন্দ! কেমন একটা ফুরফুরে মেজাজ।জীবনের সহজ ভারহীন নিশ্চিন্ত ভাব।
তারপর ঐ যে শরীরে বা body language এ একটা শিথিল ভাব, ওরকম প্রতিটা মুহূর্তে থাকাই ব্রহ্মজ্ঞানের অনুভব বা practical ফলাফল বলতে পারিস। তখন আর কোন জ্ঞানের প্রয়োজন নেই।
এই লেখাটা পড়ে আপনারা কতটা ধারণা করতে পারবেন জানি না তবে এরপরেও আরও কিছু গুহ্য কথা বললেন যা ঐ মুহূর্তে থাকা ব্যক্তিরাই বুঝতে পারবেন, তাই আর লিখলাম না। এটাই হয়তো সাধুসঙ্গের অনাকাঙ্ক্ষিত ফলাফল। যা বুঝতে অনেক সময় লাগতো,তা তৎক্ষণাৎ সামনে উপলব্ধ হয়।