February 15, 2022 - BY Admin

স্বামী-স্ত্রী সম্পর্কের ভিত্তি

স্বামী-স্ত্রী সম্পর্কের ভিত্তি...


ভক্তসঙ্গ, অদ্বৈত জ্ঞান পীঠ

স্থান : দিয়াড়া

তারিখ : ৩০.০১.২০২২



রবিবারের সন্ধ্যাবেলায় ক্লাস শেষের এক ভক্ত আসর। মহারাজের সঙ্গে দেখা করতে এসেছেন এক উৎসাহিত দম্পতি। কথায় কথায় প্রশ্ন করলেন, 'মহারাজ, সর্বত্রই যদি ঈশ্বর থাকেন, তাহলে তাঁকে খুঁজবো কোথায়?'


মহারাজ : ওরকম হয় নাকি!! সর্বত্র পেলে কি তোমার স্ত্রী থাকত, স্বামী থাকত? ব্যবহারিক দিক আছে তো। ভুবনোত্রয়ম্ তো বলতে পারছো না...


সবাই হেসে উঠলেন।


এরপর দম্পতির কর্তা প্রশ্ন করলেন,

মহারাজ, তবে যে স্বামী-স্ত্রীর বন্ধনকে পবিত্র বলা হয়...


মহারাজ অকস্মাৎ থামিয়ে বলতে শুরু করলেন, কে বলল পবিত্র বন্ধন ? কিসের ভিত্তিতে?? বললেই হল!! তাহলে স্ত্রীর গায়ে আগুন দিচ্ছে কে? গলায় দড়ি দিচ্ছে কেন? 'যদিদং হৃদয়ং মম, তদিদং হৃদয়ং তব' বললেই হয়ে যায় নাকি 'হৃদয়ং তব'? প্রাথমিক ভাবে খুব বেশি দেহে হতে পারে, হৃদয়ে হয় না। হৃদয়ে হওয়ার জন্য একই সুরে বাজতে হবে, একই বোধ জন্মাতে হবে। বিবাহের পর বাহ্যিক পরিস্থিতি সর্বদাই বদলাবে এবং আপনি যদি সিদ্ধান্ত নেন যে আপনার সুবিধা অনুযায়ী চলবেন, তবে একসময় মতানৈক্য আসবেই। কারণ, উভয় পক্ষেই কোন অপরিবর্তনীয় ভিত্তি নেই যা দুজনকে একসূত্রে গেঁথে রাখবে। এই কাজ একমাত্র উপনিষদই করতে পারে। তাই, সন্তান হওয়ার পর ও বাইরে চাকরির ক্ষেত্রে প্রয়োজনীয়তা ফুরালে বিয়ে কি করে টিকবে??


উপনিষদের বার্তাকে বুঝতে হবে ও পবিত্রতার ভিত্তিতে জীবনে ঢালতে হবে। একমাত্র এই ভিত্তিই বিবাহিত জীবনের প্রাপ্তি হয়।