September 01, 2024 - BY Admin

Natural Intelligence

বাগানে প্রতিদিনের ন্যায় আমি এবং মহারাজ হাঁটাহাটি করছিলাম। খুব বৃষ্টি হয়েছে। পুকুরের জল ভরে উঠছে।


জ্ঞান পীঠের পুকুরটিতে ইদানিং কালে একটি শালুক ফুলের গাছ লাগানো হয়েছে। অনেক জায়গায় এটি শাপলা নামেও বিখ্যাত। 

চায়ের গ্লাসে চুমুক দিতে দিতে তিনি বলে উঠলেন হঠাৎই , " দেখো! প্রকৃতির কিরকম এক অপূর্ব সন্তুলন। যখন প্রচন্ড বৃষ্টিপাত হয় তখন পুকুরে জল ভরে ওঠে তখন এই ধরনের গাছগুলো আপনা থেকেই ওর কাণ্ড, শাখা, প্রশাখা ইত্যাদি অঙ্গগুলিকে বাড়িয়ে নিজের মতন করে অস্তিত্বকে বা স্বভাবকে প্রস্ফুটিত করে। কেমন খিলখিলিয়ে উঠেছে। It's a natural intelligence. 

আবার বলে উঠলেন - 

জীবনে কষ্ট আর আনন্দ একসাথে হাতে হাত রেখে চলে। ঐ দ্রুত বেড়ে ওঠা, গাছটির কাছে কষ্টকর বা challenge এর মত। আবার ওই সংগ্রামই ওকে বৃদ্ধি আর প্রসার দেবে।


আর আমরা ভাবি, Struggle avoid করলে আনন্দ...


আমি বললাম , "অদ্ভুতভাবে এই যে struggle, তার শক্তি কিন্তু ঐ গাছটার প্রতিটা বিন্দুতে জমা থাকেই।এর জন্য কিন্তু ওর কোনো external সাহায্যেরও দরকার পড়েনি...


তিনি বলে উঠলেন,"আবার এটাও ঠিক যে, সকল সাহায্য সময়ের দাবিতে আপনা থেকেই এসে জুটেছে।


অনুরূপভাবে,আমাদের মধ্যেও প্রয়োজনীয় সবকিছু উপাদান বর্তমান, শুধু আমাদের চোখ খোলার অপেক্ষা। তখন আমরা দেখতে পাই যে,সংগ্রাম ও বিশালতা সমার্থক এবং কষ্ট ও আনন্দ হাতে হাত রেখে চলে।