স্থান: মহারাজের Room ( বিবেক চূড়ামণির recording শুরুর আগে।)
সময়: সকাল 7 টা
..........
আমি: মহারাজ আমার বোধ হয় যে সবকিছুই তো relativity এর উপর দাঁড়িয়ে, ultimate বলে কিছুই নেই। আমাদের যত বুদ্ধি, concept, কাজ সবই তো কারোর বা কিছুর সাপেক্ষেই।
মহারাজ :-- এই relative-টিলেটিভ বলবে কি করে? তুলনা ছাড়া definition আসবে কি করে? সবকিছু সাপেক্ষ, একথাটা বলার জন্য কে দাঁড়িয়ে আছে?
আমি :- তাহলে আমিই ultimate?
মহারাজ :- Yes! You are that.(স্মিত হাসি) তুমিই তো ultimate. কিন্তু,এই 'তুমি'টাকে অনেক ছাড়াতে হবে relative থেকে, তাহলে গিয়ে ultimate এ পৌঁছানো যায়। এই "আমি"-টার উপরেই relative স্তরীকৃত হয়ে ভরে আছে,তাই না!
আমি: ঘাড় নেড়ে সম্মতি জানালাম।
মহারাজ: কিন্তু "আমি"- itself relative না। relative হলে , তা relative - এর সাথে মিশে যেত। যা জগতে চলত তার সাথে মিশে যেত। কখনও কোনো বিদ্রোহ করত না, এর মধ্যে কোনো ব্যথা জাগতো না।
আমি :-- তাহলে . . .
মহারাজ :-- তেল তেলের সঙ্গে মিশে যায়, তার কোনো অসুবিধা নেই। তেলের জলের সাথে পার্থক্য যখন হয়, তখন তেলের কোনো রূপ ধারণ হয়। তেল আর তেল তো মিশে যেত! যদি সবকিছু relative হত, তাহলে এর দ্রষ্টাও relative হতো । তাহলে relative বলে কোনো শব্দ থাকত না।
সবকিছু!
সবকিছু যখন বলছ, তুমিও তো include করছ নিজেকে? কিছুকে যখন আমরা 'সবকিছু' বলি তখন, সাধারণতঃ নিজেকে include করি না।এটা আমরা চট্ করে ধরতে পারি না যে,নিজেকে বাদ রাখা হয়ে গেছে। নিজেকে include করলে আর সবকিছু relative হয়ে গেলে তো ওটাও পরমশান্তির বিষয়। তখনও দুইই তো নেই। Everything is relative, then there is no unpeace, unhappiness কিছু নেই। what is, it is. কিন্তু সমস্যা হল - relative আর ultimate এই জায়গাটা আমাদের বুদ্ধির সামনে এসে ধরা দেয়।
কিন্তু, relative মানেটা কি?শ্রীরামকৃষ্ণ যেমন বলতেন,ঐ তো সব একই জিনিস। মোমের সব জিনিসপত্র তৈরি হয়ে আছে, মোম ultimate. relative থেকে ultimate আলাদা কিছু নয় তো!ultimate as relative.
কেন? আমাদের বুদ্ধির জন্য।আমরা বাইরে কোথাও লড়ছি না। আমরা আমাদের বুদ্ধির সাথেই লড়ছি। আমাদের বুদ্ধি বলছে, এটা গাছ, এটা মানুষ, এটা ঘর, এটা বাড়ি। আর ultimate যে তত্ত্ব, সে বলছে - হ্যাঁ অবশ্যই তবে সব মোমের। You are right. তোমাকে wrong বলছে না। কিন্তু, মোম দিয়ে তৈরি সব, এই তো! ultimate আর relative কে আমাদের বুদ্ধি যেমন দেখে,তা হলো, আমাদের মাথা যেমন, হাত যেমন এরকম আলাদা আলাদা ভাবে(হাত নেড়ে) বোঝে। কিন্তু, এটা তো এরকম নয়, এটা তো একসাথে( নিজের পুরো শরীর দেখিয়ে)। ঠিক আছে?
সেজন্য ছাড়ানো খুব মুশকিল। সেজন্য It can be your understanding. কিন্তু, এটাকে তুমি সামনে এমনভাবে দেখতে পাবে না।( সামনের চেয়ার দেখিয়ে)তুমি যখন দেখবে গাছপালা -ই দেখবে, মোম দেখবে না। মোমের জন্য তোমার এখানকার (মাথা দেখিয়ে) একটু শুদ্ধি চাই। তখন তুমি মোম দেখতে পাচ্ছ,তবে গাছপালারুপে । তুমি ক্যামেরা দেখতে পাবে, তুমি প্লাস্টিক দেখতে পাবে না।
আমি :-- হ্যাঁ ।
মহারাজ :-- প্লাস্টিক হল ultimate. ঠিক আছে! এই ultimate থেকে কোটি কোটি ক্যামেরা সৃজন হতে পারে।কিন্তু,চোখ দিয়ে যখন দেখবে,ক্যামেরাই দেখবে।এরকম ব্যাপার আর কি! সবকিছু relative, আর এই relative হয়েই ultimate আছে। (মৃদু হাসি)।