আজ বোলপুরের "Travel in Truth"- এর শেষ দিন। সকালে সবাই "Expression session"- এ গান, কবিতা পরিবেশন করলেন। মহারাজ এসে বসেছেন। শেষে ওনাকে আমরা সবাই গান করতে বললাম।
বললেন, "আমি তো সব সময়ই গাইছি। সামনে জন্মাষ্টমী তো। জ্ঞান পীঠে আসুন, কীর্ত্তন হবে!!"
আমাদের মধ্যে থাকা রামপ্রসাদবাবু বললেন, "তবে Concluding কিছু বলুন!"
তিনি - এ চলায় conclusion-টাই তো নেই। এ তো অনন্ত পথ।আমরা সবাই সব কিছুর সমাপ্তি চাই। কারণ, আমরা জীবনকে মনের মাধ্যমে দেখি। কাজের শেষ চাওয়া আর কর্মের ফলাফল চাওয়া এক। আমরা যারাই জীবনকে গভীরভাবে দেখতে চাই বা আধ্যাত্মিক দৃষ্টিতে দেখতে চাই, তাদের এই অফুরন্ত চলাকে স্বীকার করতে হবে। আমাদের রাজি হতে হবে। বলতে হবে, আমি সারা জীবন চলতে রাজি।এই যে আমরা ফিরছি, এটা বিরাম হতে পারে; কিন্তু সমাপ্তি নয়। এই পথে ক্লান্তি, বিরাম, বিশ্রাম রয়েছে, তবে শেষ নেই।কারোর শেষ হয়নি। না আমার, না বুদ্ধের, না রামকৃষ্ণের। দেহের আয়ুষ্কাল শেষ হয়ে যায়, তবে চলার শেষ নেই। তাই, আমি চাইব, যারাই জ্ঞান পীঠে,আমার কাছে আসছেন, তারা যেন এই অনন্ত চলাকে অন্তর থেকে স্বীকার করে নেন। এ চলার কোনো গন্তব্য নেই। যে এটা স্বীকার করে নেবে, তার ক্লান্তি মধুর হবে, বিরাম মধুর হবে, বিশ্রাম মধুর হবে। বিশ্রাম তার চলার নতুন শক্তি হবে।
বিরতিই নব সূচনা হবে।